3022

05/09/2024 পুঠিয়ায় ভূমি ও গৃহহীনদের মাঝে ঘর বিতরণ বিষয়ে অবহিত করণ সভা

পুঠিয়ায় ভূমি ও গৃহহীনদের মাঝে ঘর বিতরণ বিষয়ে অবহিত করণ সভা

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া

২১ জানুয়ারী ২০২১ ২৩:৪৭

 

রাজশাহীর পুঠিয়ায় ভূমি ও গৃহহীনদের মাঝে প্রধান মন্ত্রীর দেয়া উপহার পাকা ঘর বিতরণ পূর্বক স্থানীয় সংবাদকর্মীদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারী) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে বারইপাড়ার “তালুকদার গ্রাম আশ্রয়ণ প্রকল্পে” মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নরুল হাই মোহাম্মদ আনাছ-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জিএম হীরা বাচ্চু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুমানা আফরোজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী রহমান প্রমূখ। এ সময় স্থানীয় সংবাদকর্মী ও গৃহহীন পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পুঠিয়ায় ‘ক’ শ্রেণীভূক্ত জমিতে ভূমি ও গৃহহীনদের জন্য আশ্রয়ন প্রকল্প-২ এর মাধ্যমে ৫৪ টি নান্দনিক পাকা ঘর তৈরি করা হয়েছে। আগামী ২৩ জানুয়ারী মাননীয় প্রধান মন্ত্রী আনুষ্ঠানিক ভাবে নির্মিত ঘর গুলো উদ্বোধন করবেন। উদ্বোধন শেষে ওই অসহায় পরিবারের লোকজনদের মাঝে তাদের স্বপ্নের পাকা ঘর গুলো হস্তাস্তর করা হবে। চারটি ইউনিয়ন এলাকায় ৯২ লাখ ৩৪ হাজার টাকা ব্যায়ে ৫৪ টি ভূমি ও গৃহহীন পরিবারের জন্য নান্দনিক ভাবে নির্মিত হচ্ছে পাকা ঘর। এতে প্রতিটি পাকা ঘর নির্মাণের জন্য বরাদ্দ দেয়া হয়েছে এক লাখ ৭১ হাজার টাকা।

এনএস

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]