3033

04/18/2025 বিভাগে ২৪ ঘন্টায় করোনাক্রান্ত ২৪

বিভাগে ২৪ ঘন্টায় করোনাক্রান্ত ২৪

রাজটাইমস ডেস্ক

২২ জানুয়ারী ২০২১ ২২:২৮

বিশ্ব মহামারী করোনাভাইরাস প্রকোপে রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় ২৪ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

শুক্রবার (২২ জানুয়ারি) বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনটিতে জানানো হয়, বৃহস্পতিবার বিভাগের রাজশাহীতে পাঁচজন, চাঁপাইনবাবগঞ্জে একজন এবং বগুড়ায় ১৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এ দিন বিভাগে ৫১ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।

এর মধ্যে ৩২ জনেরই বাড়ি বগুড়া। এছাড়া ১৩ জনের বাড়ি জয়পুরহাট এবং ছয়জনের বাড়ি রাজশাহী।

তবে গত ২৪ ঘন্টায় বিভাগে করোনায় নতুন করে কারও মৃত্যু হয়নি। রাজশাহী বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৩৮৪ জনের মৃত্যু হয়েছে। বিভাগে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৯০ জন।

গত ২৪ ঘন্টায় বিভাগজুড়ে সুস্থ হয়েছেন ২৩ হাজার ২৪৫ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৯২২ জন কোভিড-১৯ রোগী। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন দুইজন।

 

  • এসএইচ

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]