3052

04/06/2025 রাজশাহীতে স্বামীর পুরুষাঙ্গ কেটে পলালো স্ত্রী

রাজশাহীতে স্বামীর পুরুষাঙ্গ কেটে পলালো স্ত্রী

নিজস্ব প্রতিবেদক

২৩ জানুয়ারী ২০২১ ২৩:২৩

রাজশাহীতে পারিবারিক কলহের জের ধরে ব্লেড দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছেন এক স্ত্রী। পরে তিনি তার স্বামীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে স্বামীকে হাসপাতালে ফেলে পালিয়ে গেছেন।
আহত পলান সরকার (৩২) নাটোরের বাগাতিপাড়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে।
সূত্র জানায়, রাজশাহীর বাঘা উপজেলার হরিরামপুর গ্রামের ফয়েন উদ্দিনের মেয়ে খদেজা খাতুনের (২৭) সঙ্গে কয়েক মাস আগে পলানের বিয়ে হয়। আহত ব্যক্তি জানান, বিয়ের পর স্ত্রী বাবার বাড়িতেই থাকেন। মাঝে-মধ্যেই পলান সরকার তার স্ত্রীকে দেখতে শ্বশুর বাড়িতে আসতেন। এ বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে শুক্রবার ভোরে দুজনের ঝগড়া হয়। পরে তিনি ঘুমোতে গেলে খদেজা এ কাণ্ড করেন।
চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বলেন, সকালে গুরুতর অবস্থায় পলান সরকারকে হাসপাতালে আনা হয়। তার পুরুষাঙ্গ পুরোপুরি কাটেনি, কিন্তু খুব বাজেভাবে কেটে গেছে। প্রচুর রক্তপাত হচ্ছিল। অবস্থার অবনতি হবার কারণে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
এই সুযোগে স্ত্রী খদেজা তার স্বামীর পুরুষাঙ্গে ব্লেড চালিয়ে দেন। পরে রক্তক্ষরণ শুরু হলে তাকে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরবর্তীতে সেখানকার বারান্দায় ফেলে পালিয়ে যান।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]