3095

10/16/2025 ভারতীয় অভিনেত্রীর আত্মহত্যা

ভারতীয় অভিনেত্রীর আত্মহত্যা

রাজটাইমস ডেস্ক

২৬ জানুয়ারী ২০২১ ০২:০২

ভারতীয় অভিনেত্রী ও সাবেক ‘বিগ বস কন্নড়’ প্রতিযোগী জয়শ্রী রামাইয়া আত্মহত্যা করেছেন। রোববার রাতে তিনি আত্মহত্যা করেন। সোমবার দুপুরের পর তার বেঙ্গালুরুর নিজ বাসভবন থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ।

ইন্ডিয়ান টাইমস জানিয়েছে, এ অভিনেত্রী বেশ কিছু দিন ধরে অবসাদে ভুগছিলেন। অভিনেত্রীর মৃত্যুর পর কন্নড় ফ্লিম পাড়ায় শোকের ছাড়া নেমে এসেছে।

গত বছর ফেসবুকে এক পোস্টের কারণে শিরোনাম হয়েছিলেন জয়শ্রী রামাইয়া। ২০২০ সালের ২২ জুলাই সেই পোস্টে জয়শ্রী বিষণ্ণতার কথা প্রকাশ করে পৃথিবী থেকে বিদায় নেওয়ার কথা জানিয়েছিলেন। পরে অবশ্য সেই পোস্ট মুছে দেন জয়শ্রী এবং লেখেন, ‘আমি ঠিক আছি ও নিরাপদে আছি! তোমাদের ভালোবাসি।’

‘বিগ বস কন্নড়’ শোর তৃতীয় মৌসুমের প্রতিযোগী ছিলেন জয়শ্রী রামাইয়া। ২০১৭ সালে ‘উপ্পু হুলি খারা’ সিনেমা দিয়ে অভিনয়ে অভিষেক হয় তার। এরপর ‘ব্ল্যাক’ সিনেমায় অভিনয় করেন তিনি।

 

এসকে

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]