3106

09/07/2025 প্রাথমিকে সবচেয়ে গুরুত্ব পাবে ৫ম শ্রেণী: গণশিক্ষা মন্ত্রী

প্রাথমিকে সবচেয়ে গুরুত্ব পাবে ৫ম শ্রেণী: গণশিক্ষা মন্ত্রী

রাজটাইমস ডেস্ক

২৬ জানুয়ারী ২০২১ ২১:৫২

স্কুল খোলার বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন জানিয়েছেন ফেব্রুয়ারি মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে স্কুল খোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি বলেছেন, ‘ক্লাশরুম সঙ্কটের কারণে অলটারনেট ডে-তে বিভিন্ন শ্রেণির ক্লাস হবে। প্রতিদিন সবার ক্লাস থাকবে না। সামাজিক দূরত্ব রক্ষায় ক্লাসরুম সঙ্কটের কারণে মূলত এই অলটারনেট ডে-তে বিভিন্ন শ্রেণির ক্লাস হবে।’

মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাৎকারে মন্ত্রী এসব কথা বলেন।

গণশিক্ষা প্রতিমন্ত্রী আরো জানান, একাধিক শিফটে শিক্ষার্থীদের ক্লাস নেওয়া হবে। তবে এক্ষেত্রে পঞ্চম শ্রেণিকে বেশি গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী।

এদিকে, দেশের বেসরকারি কিন্ডারগার্টেনগুলো খোলার ব্যাপারে জানতে চাইলে তিনি জানান এ বিষয়ে সিদ্ধান্ত তারা নেবে, এটি মন্ত্রণালয়ের বিষয় নয়।

 

  • এসএইচ

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]