3145

04/18/2025 বিভাগে ২৪ ঘন্টায় শনাক্ত ২১

বিভাগে ২৪ ঘন্টায় শনাক্ত ২১

রাজটাইমস ডেস্ক

২৮ জানুয়ারী ২০২১ ২১:৩৩

বিশ্ব মহামারী করোনাভাইরাস প্রকোপে বিভাগে ২৪ ঘণ্টায় ২১ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনটিতে জানানো হয়, বিভাগের রাজশাহীতে পাঁচজন, নওগাঁয় একজন, নাটোরে তিনজন, বগুড়ায় সাতজন, সিরাজগঞ্জে একজন এবং পাবনায় চারজন নতুন রোগী শনাক্ত হয়েছেন।

এ দিন বিভাগে ৭৭ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে ২৪ জনের বাড়ি বগুড়া।

এছাড়া রাজশাহীর ১০ জন, নওগাঁর ১৬ জন, নাটোরের সাতজন এবং পাবনার ২০ জন সুস্থ হয়েছেন। বুধবার বিভাগে করোনায় নতুন করে কারও মৃত্যু হয়নি।

ভাইরাসটিতে এখন পর্যন্ত বিভাগে ৩৮৭ জনের মৃত্যু হয়েছে। বিভাগে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ১৯৫ জন।

সর্বশেষ তথ্য মতে, ২৩ হাজার ৪৯৫ জন সুস্থ হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৯৪৯ জন কোভিড-১৯ রোগী।

 

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]