03/15/2025 ভারতের জেল থেকে দেশে ফিরলেন ১৯ বাংলাদেশি
রাজটাইমস ডেস্ক
২৯ জানুয়ারী ২০২১ ০২:৩৭
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরেছেন ৫ নারীসহ ১৯ বাংলাদেশি। বিয়ানীবাজারের শেওলা (সুতারকান্দি) স্থলবন্দরে ভারতীয় সীমান্তরক্ষী (বিএসএফ) ও আসামের করিমগঞ্জ জেলা পুলিশ বৃহস্পতিবার দুপুরে কোভিড-১৯ টেস্ট শেষে এসব বাংলাদেশিকে বিজিবি ও ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে।
এ সময় উপস্থিত ছিলেন- বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গাজী শহীদুল্লাহ, আসামের করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াকিল, ইমিগ্রেশন অফিসার সমরেন্দ্র চক্রবর্তী, বিএসএফ-৭ ব্যাটালিয়ন সুতারকান্দির এসই মান দ্বীপ, শেওলা স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টের ইনচার্জ আবুল কালাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি মৌলভীবাজার জেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা অমলেন্দু কুমার দাশ প্রমুখ।
জানা গেছে, দেশে প্রত্যাবর্তনকারী এসব বাংলাদেশি বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেন। পরে ভারতীয় পুলিশ ও বিএসএফের হাতে আটক হয়ে ভারতের বিভিন্ন ডিটেনশন সেন্টারে কারাবন্দি হন। সেখানে সাজার মেয়াদ শেষ হলেও নানা জটিলতায় তাদের দেশে প্রত্যাবর্তন অনিশ্চিত হয়ে পড়ে। অবশেষে দু’দেশের দীর্ঘ কুটনৈতিক তৎপরতায় বিশেষ করে আসামের গোয়াহাটির বাংলাদেশ দূতাবাসের সহকারী হাইকমিশনার ড. তানভীর মনসুর রনির ও মৌলভীবাজার জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী কর্মকর্তা অমলেন্দু কুমার দাশের সার্বিক সহযোগিতায় ভারতে কারাভোগের পর ১৯ বাংলাদেশি দেশে ফিরলেন। তারা কুড়িগ্রাম, নীলফামারী, ফিরোজপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর, কুমিল্লা, গাজীপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, চট্টগ্রাম, ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।
বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গাজী শহীদুল্লাহ জানান, দেশে প্রত্যাগতদের শরীরে করোনা উপসর্গ না পাওয়ায় তাদের ১৪ দিন হোম কোয়ারেন্টাইনের পরামর্শ দিয়ে আগে থেকে শেওলা স্থলবন্দরে অপেক্ষমাণ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সূত্র: যুগান্তর