3160

01/17/2026 তিউনিশিয়ার প্রেসিডেন্টকে হত্যাচেষ্টা, সন্দেহ ইসরায়েলকে

তিউনিশিয়ার প্রেসিডেন্টকে হত্যাচেষ্টা, সন্দেহ ইসরায়েলকে

রাজটাইমস ডেস্ক

২৯ জানুয়ারী ২০২১ ০৩:১৯

উত্তর আফ্রিকার মুসলিমপ্রধান দেশ তিউনিশিয়ার প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা চালানো হয়েছে। প্রেসিডেন্টের দফতর থেকে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ৬২ বছর বয়সী প্রেসিডেন্ট কায়িস সাঈদ অল্পের জন্য বেঁচে গেছেন। তাকে চিঠির মধ্যে অত্যন্ত বিষাক্ত পাউডার দিয়ে হত্যার চেষ্টা চালানো হয়েছে।


বিশেষজ্ঞরা বলছেন, এই বিষাক্ত পদার্থ যদি কয়েক মিলিগ্রামও শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে মানবদেহে ঢোকে, তাহলে ওই ব্যক্তির তাৎক্ষণিক মৃত্যু হতে পারে।

বিষমিশ্রিত চিঠিটি প্রেসিডেন্টের কার্থেজ প্রাসাদে পাঠানো হয়েছিল। এ ঘটনার পর থেকে তার কাছে যাওয়ার আগে সব ধরনের চিঠিপত্র পরীক্ষা করা হচ্ছে।

কায়িস সাঈদের ভাই নোফাল নিশ্চিত করেন, প্রেসিডেন্ট সুস্থ রয়েছেন। তাকে হত্যার প্রচেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়েছে। এ ঘটনায় কে বা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।


তবে ৯৯ শতাংশ মুসলিম জনগোষ্ঠীর দেশটির প্রেসিডেন্টকে হত্যাচেষ্টায় ইসরায়েলের হাত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের অন্যতম কঠোর সমালোচক কায়িস সাঈদ।

এ প্রসঙ্গে তিউনিশিয়ার পিপলস মুভমেন্টের নেতা জহির আল-মাগজাভি বলেন, প্রেসিডেন্টকে হত্যাচেষ্টার জন্য ইসরায়েলকে সন্দেহ করা হচ্ছে। কারণ, প্রেসিডেন্ট সাঈদ বহুবার আরব-ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকীকরণের প্রতিবাদ জানিয়েছেন।

 

এসকে

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]