3175

03/15/2025 আজ রাজশাহীর যেসব পৌরসভায় ভোট

আজ রাজশাহীর যেসব পৌরসভায় ভোট

নিজস্ব প্রতিবেদক

৩০ জানুয়ারী ২০২১ ০২:৩৭

তৃতীয় ধাপে ৬৩টি পৌরসভায় ভোটগ্রহণ হবে আজ শনিবার (৩০ জানুয়ারি)। সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হবে। বিকেল চারটা পর্যন্ত টানা চলবে ভোটগ্রহণ। তৃতীয় ধাপে সবগুলো পৌরসভায় ভোটগ্রহণ হবে ব্যালট পেপারের মাধ্যমে। 

তৃতীয় ধাপের এ নির্বাচনে রয়েছে রাজশাহী বিভাগের কয়েকটি পৌরসভা। সেগুলো হলো- বগুড়ার ধুনট, শিবগঞ্জ, গাবতলী, কাহালু ও নন্দীগ্রাম। চাঁপাইনবাবগঞ্জের রহনপুর। নওগাঁর সদর ও ধামইরহাট। রাজশাহীর মুন্ডুমালা ও কেশরহাট। নাটোরের সিংড়া। পাবনা সদর। 

এদিকে পাবনার সুজানগর পৌরসভার ভোট বৃহস্পতিবার স্থগিত করা হয়েছে।

দেশের ৩২৯টি পৌরসভার মধ্যে প্রথম ধাপে ২৪টি পৌরসভায় ইভিএমে ভোট হয় ২৮ ডিসেম্বর। দ্বিতীয় ধাপে ৬০টি পৌরসভায় ভোট হয় ১৬ জানুয়ারি। চতুর্থ ধাপে ৫৬টি পৌরসভার ভোট ১৪ ফেব্রুয়ারি এবং পঞ্চম ধাপে ৩১টি পৌরসভায় ভোট হবে ২৮ ফেব্রুয়ারি।

 

এসকে

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]