04/20/2025 স্বর্ণপট্রি প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
মাসুদ রানা
৩০ জানুয়ারী ২০২১ ০৫:০৯
রাজশাহী স্বর্ণপট্রি প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট (spl) ফাইনাল খেলা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী নেত্রী ও বিশিষ্ট সমাজসেবী রাজশাহী মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি মোসাঃ শাহিন আকতার (রেণী) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল মোমীন, মোঃ আব্দুল হামিদ (টেকোন) সরকার ২২নং ওয়ার্ড কাউন্সিলর, মোঃ আনোয়ার হোসেন (আনার) ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর,মোঃ তৌহিদুল হোক (সুমন)১৯ নং ওয়ার্ড কাউন্সিলর,মোঃ রবিউল ইসলাম (তজু) ১১নং ওয়ার্ড কাউন্সিলর, বাংলাদেশে জুয়েলার্স মালিক সমিতি রাজশাহী জেলা শাখার কোষাধক্ষ্য মোঃ আশরাফুল ইসলাম (অপু),
মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক শ্রীঃসনজীত সরকার, স্বর্ণ শিল্প শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম রেজা (বাইরোন) ইউনিয়নের সাধারণ-সম্পাদক মোঃ রশিদ রাজা, সহ-সভাপতি মোঃ রকিবুল হাসান(সেন্টু) যুগ্ন সম্পাদক মোঃহানিফ শেখ,কোষাধ্যক্ষ মোঃমনিরুল ইসলাম (সুজন)সাংগঠনিক সম্পাদক মোঃ শাকিল হোসেন (ভোলা)প্রচার সম্পাদক মোঃরোকোন, ক্রিড়া সম্পাদক মোঃ আজিজ, কার্য নির্বাহী সদস্য মোঃ আরিফুল ইসলাম (ডলার) মোঃআব্দুল মোমীন, খেলা পরিচালনায়, তন্ময়,রনি,নিসাদ, আলোম, নবাব, মিতুল, তোফায়েল, মোমীন, শান্ত প্রমুখ।