3189

04/18/2025 বিভাগে করোনায় প্রাণ গেল আরো একজনের

বিভাগে করোনায় প্রাণ গেল আরো একজনের

রাজটাইমস ডেস্ক

৩১ জানুয়ারী ২০২১ ০০:০৮

বিশ্ব মহামারী করোনাভাইরাস প্রকোপে রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে।

শনিবার (৩০ জানুয়ারি) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।

প্রতিবেদনটিতে জানানো হয়, বিভাগের আট জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে ৩৮৯ জনের মৃত্যু হলো। এর মধ্যে এ পর্যন্ত সর্বোচ্চ ২৪৪ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৫৫ জনের মৃত্যু হয়েছে রাজশাহীতে।

পাশাপাশি, চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২৬ জন, নাটোরে ১২ জন, জয়পুরহাটে ১০ জন, সিরাজগঞ্জে ১৭ জন এবং পাবনায় ১১ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিভাগে নতুন ১৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

গত ২৪ ঘন্টায় বিভাগে সুস্থ হয়েছেন ৪৯ জন। বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ২২৮ জন। এদের মধ্যে ২৩ হাজার ৫৬৮ জন সুস্থ হয়েছেন। বিভাগজুড়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৯৫০ জন।

  • এসএইচ

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]