03/15/2025 ২৮ ফেব্রুয়ারি নির্বাচন: রাজশাহীর বিভিন্ন পৌরসভায় ধানের শীষের প্রার্থী যারা
নিজস্ব প্রতিবেদক
৩১ জানুয়ারী ২০২১ ০২:৫৮
পঞ্চম ধাপে আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ৩০টি পৌরসভায় নির্বাচন। এগুলোর মেয়র পদে দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে বিএনপি। এছাড়াও তিনটি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।
আজ শনিবার (৩০ জানুয়ারি) বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
রাজশাহীর বিভিন্ন পৌরসভায় ধানের শীষের প্রার্থীরা হলেন- চারঘাটে জাকিরুল ইসলাম, দূর্গাপুরে জার্জিস হোসেন (সোহেল), জয়পুরহাট পৌরসভায় শামছুল হক, বগুড়া পৌরসভায় রেজাউল করিম বাদশা, চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মাসউদা আফরোজ হক (সূচি)।
এদিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে রাজশাহীর পবা উপজেলায় মামুনুর সরকারকে মনোনয়ন দিয়েছে বিএনপি।
এসকে