3209

03/15/2025 ৩ বছর পর সৌদি ফিরতে পারবেন ভিসার মেয়াদোত্তীর্ণ প্রবাসীরা

৩ বছর পর সৌদি ফিরতে পারবেন ভিসার মেয়াদোত্তীর্ণ প্রবাসীরা

রাজটাইমস ডেস্ক

১ ফেব্রুয়ারি ২০২১ ০৩:১৩

সৌদি আরব থেকে এক্সিট ও রিএন্ট্রি ভিসা নিয়ে দেশে আসা প্রবাসীদের মধ্যে যাদের মেয়াদ শেষ হয়ে গেছে তাদের ফিরতে তিন বছর অপেক্ষা করতে হবে। সোমবার (৩১ জানুয়ারি) সৌদি আরবের জেনারেল ডিরেক্টরেট অব পাসপোর্ট (জাওয়াজাত) এই তথ্য জানিয়েছে। সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। খবর বাংলা চ্রিবিউনের।

জাওয়াজাত জানিয়েছে, ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়াতে সৌদি আরব আসতে না পারা প্রবাসীরা আগামী তিন বছরের মধ্যে দেশটিতে প্রবেশ করতে পারবেন না।


খবরে বলা হয়েছে, যারা নতুন কাজের ভিসায় আগের নিয়োগ কর্তার কাছে ফিরবেন তাদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না।

মহামারির কারণে বিভিন্ন দেশের সঙ্গে সৌদি আরবের সঙ্গে বিমান যোগাযোগ দীর্ঘদিন বন্ধ থাকায় এক বছর আগে এক্সিট ও রিএন্ট্রি ভিসায় আসা অনেক প্রবাসীরা আটকা পড়েন। এদের মধ্যে অনেকেরই ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]