04/19/2025 প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে আরএমপির শীতবস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিবেদক
২ ফেব্রুয়ারি ২০২১ ০১:১২
প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক। আজ সোমবার সকালে নগরীর বোয়ালিয়া থানা চত্বরে তিনি এসব বিতরণ করেন।
এরপর তিনি বোয়ালিয়া থানা ফটকে ‘মানবতার দেয়াল’ উদ্বোধন করেন। মানবতার দেয়ালে যে কেউ তার অপ্রয়োজনীয় কাপড় রেখে যেতে পারবেন। আবার প্রয়োজন হলে যে কেউ সেখান থেকে কাপড় নিয়ে যেতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া বিভাগ) সাজিদ হোসেন, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া বিভাগ) তৌহিদুল আরিফ, সহকারী পুলিশ কমিশনার (বোয়ালিয়া মডেল থানা) ফারজিনা নাসরিন, বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন প্রমুখ।
এসকে