03/15/2025 আ.লীগের পাঁচ নেতাকে দল থেকে বহিস্কার
নিজস্ব প্রতিবেদক
২ ফেব্রুয়ারি ২০২১ ০৫:১৯
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহীর গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের পাঁচ নেতাকে দল থেকে বহিস্কার করা হয়েছে।
বহিস্কৃত নেতারা হলেন- গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম, সাংগঠনিক সম্পাদক এমএ শাহীন, শ্রম বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম হোদা ও মনিরুল ইসলাম এবং মজিবুর রহমান। মনিরুল ইসলাম বাবু গোদাগাড়ী পৌরসভার বর্তমান মেয়র। আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গোদাগাড়ী পৌর নির্বাচনে তিনি আবারও মেয়র প্রার্থী হয়েছেন।
গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মেসবাহ উদ্দীন আহমেদ সিয়াম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সোমবার তাদের বহিষ্কারের কথা জানানো হয়।