04/06/2025 ককটেল বিস্ফোরণে দুই শিশু আহত
নিজস্ব প্রতিবেদক
২ ফেব্রুয়ারি ২০২১ ০৫:২৫
চাঁপাইনবাবগঞ্জের গণকা বিদিরপুর এলাকায় পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে দুই শিশু গুরুত্বর আহত হয়েছে। সোমবার বিকেল ৫টার দিকে বিদিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শিশুরা হলো- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গণকা বিদিরপুর মহল্লার আশরাফুল হক বাবুর মেয়ে মহরমী আক্তার মায়া (১১) ও অপর মেয়ে মারিয়া খাতুন (২)।
আহত দুই শিশুর মা জানান, দুই বোন মায়া ও মারিয়া বিকেলে পোশাক পরে খেলার উদ্দেশ্যে বাইরে যায়। পরে তারা লাল রংয়ের একটি বস্তু দেখতে পেয়ে খেলা শুরু করে। হঠাৎ ওই বস্তুটি হাত থেকে মাটিতে পড়লে বস্তুটি বিস্ফোরণ হয়। ঘটনাস্থলে গিয়ে দেখি দুই মেয়ে গুরুত্বর আহত হয়ে পড়ে আছে।
চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেয় হলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার নাহিদ আহমেদ ওই দুইটি শিশুর অবস্থার অবনতি দেখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।