3235

04/20/2025 ওলামা নেতা মাওলানা মিজানুর রহমানের জানাজা ও দাফন সম্পন্ন

ওলামা নেতা মাওলানা মিজানুর রহমানের জানাজা ও দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

২ ফেব্রুয়ারি ২০২১ ১৮:২৩

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর মজলিসে শুরা ও কর্ম পরিষদের সদস্য এবং ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা মিজানুর রহমানের (৫২) জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। মাওলানা মিজানুর রহমান নগরীর আলীগঞ্জ ফাজিল মাদ্রাসার সহকারি শিক্ষক ছিলেন। এছাড়া মহিষবাথান জামে মসজিদসহ নগরীর বিভিন্ন মসজিদে পেশ ইমাম-এর দ্বায়িত্ব পালন করেন। অজ সকাল সাড়ে ৯টায় নগরীর হড়গ্রাম নতুনপাড়া গোরস্থানে মরহুমের জানাজান নামায ও দাফন সম্পন্ন হয়।

জানাজা পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা ড. কেরামত আলী, জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী অধ্যাপক রফিকুল ইসলাম, বাংলাদেশ মসজিদ মিশনের সভাপতি মাও: ড. খলিলুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র অধ্যক্ষ্য নজরুল ইসলাম, রাজশাহী সিটির প্যানেল মেয়র (২) ও ১ নং ওয়ার্ডের কাউন্সিলর রজব আলী, রাজশাহী জেলা জামায়াতের পশ্চিম জেলা আমীর আব্দুল খালেক ও পূর্ব জেলা আমীর রেজাউর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয় আরবী বিভাগের সভাপতি প্রফেসর ড. নিজামউদ্দীন, রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ সিদ্দিক হোসাইন, সেক্রেটারী ইমাজ উদ্দীন মন্ডল, সহকারী সেক্রেটারী মহবুবুল আহসান বুলবুল প্রমুখ। জানাজার নামাযে ইমামতি করেন নগর জামায়াতের আমীর মাওলানা ড. কেরামত আলী। বক্তারা বলেন, মাওলানা মিজানুর রহমান ছিলেন একজন দ্বীনদার ঈমানদার মানুষ, অত্যন্ত সামাজিক ও সৎ জীবন যাপন করতেন। ঢাকা, চট্রগ্রাম, নবাবগঞ্জসহ দেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য মানুষ জানাজায় অংশ নেয়।
মাওলানা মিজানুর রহমান গতকাল সোমবার মাগরীর নামাজে যাওয়ার সময় কাশিয়াডাঙ্গা থানা সংলগ্ন বাইপাস সড়কে দ্রæতগামি একটি বাসের ধাক্কায় নিহত হন। মৃত্যুকালে এই আলেমে দ্বীন স্ত্রী, এক কন্যা ও তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫২ বছর। তিনি ব্যাক্তি জীবনে অনেক শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠার কাজে নিয়োজিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]