3255

03/17/2025 জাতিসংঘের নিন্দা বিবৃতি আটকে দিল চীন

জাতিসংঘের নিন্দা বিবৃতি আটকে দিল চীন

আন্তর্জাতিক ডেস্ক

৩ ফেব্রুয়ারি ২০২১ ২০:৩৫

জাতিসংঘে আটকে গেল মিয়ানমারে সেনা অভ্যুত্থানের নিন্দার বিবৃতি। ভেটো ক্ষমতা প্রয়োগ করে এই বিবৃতি আটকে দিয়েছে চীন।

গতকাল মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) ভিডিও কনফারেন্সে রুদ্ধদ্বার বৈঠকে চীন সমর্থন না দেওয়ায় যৌথ বিবৃতি দিতে ব্যর্থ হয়েছে নিরাপত্তা পরিষদ।

আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা যায়, বৈঠক শুরু হওয়ার আগে মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিন শ্রেনা সেনা অভ্যুত্থানের কঠোর নিন্দা জানান। তিনি বলেন, এটা স্পষ্ট গত নভেম্বরের নির্বাচনে অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) নিরঙ্কুশ জয় পেয়েছে।

ক্ষমতাপ্রাপ্ত এনএলডির সংসদের প্রথম বৈঠক হওয়ার কথা ছিল গত (সোমবার ০১ ফেব্রুয়ারী)। কিন্তু সেনাবাহিনী অধিবেশন স্থগিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানায়। বৈঠক শুরুর প্রাক্কালে তাদের গ্রেফতার করা হয়।

বর্তমানে দেশটির নেতৃত্বে রয়েছে সামরিক প্রধান ও অভ্যুত্থানের নেতা মিন উং লাইং। সাবেক জেনারেল মিয়ন্ট সুই ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন

 

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]