03/13/2025 ঢাবিতে মাদকসেবনকালে আটক ছাত্রলীগ নেতা
রাজটাইমস ডেস্ক
৩ ফেব্রুয়ারি ২০২১ ২০:৫০
মদ্যপান করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল থেকে আটক হল সাবেক হল শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান। মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) মধ্যরাতে হল প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়। তবে থানায় নেওয়ার পর মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছে শাহবাগ থানা পুলিশ।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী।
প্রক্টর জানান, একজনকে জিজ্ঞাসাবাদ করে থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা ভঙ্গ, নিরাপত্তা ঝুঁকি তৈরি ও মাদক সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে। হল প্রশাসন ব্যবস্থা গ্রহণের জন্য আমাদের কাছে দিলে আমরা তাকে থানায় সোপর্দ করে দিয়েছি।
বিষয়টি নিয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, হলের মাঠে গিয়ে তিনজনকে বসা অবস্থায় পাওয়া গিয়েছিলো।
পরে তাদের থানায় নিয়ে আসা হয়। কিন্তু তাদের কাছে মাদক না পাওয়া যাওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
আটককৃত এই নেতা সলিমুল্লাহ নিয়মিত মাদকসেবন করতো বলে জানায় মুসলিম হলের একটি সূত্র। জানা যায়, এই ছাত্রলীগ নেতা এর পূর্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে সতর্ক করলেও সে আরও বেপরোয়া হয়ে ওঠে।
এর আগেও দল থেকে বহিষ্কার ও হয় নেই নেতা। রাজধানীর পরিবাগের একটি বারে মারামারির ঘটনায় ছাত্রলীগ থেকে বহিষ্কৃত হয়েছিলো। তবে ২০১৮ সালে ছাত্রলীগের সম্মেলনের আগে তার বহিষ্কারাদেশ তুলে নেওয়া হয়।