04/18/2025 ২৪ ঘন্টায় বিভাগে করোনাক্রান্ত ২১
রাজটাইমস ডেস্ক
৩ ফেব্রুয়ারি ২০২১ ২১:০৩
বিশ্ব মহামারী করোনাভাইরাস প্রকোপে বিভাগজুড়ে করোনায় আক্রান্ত হয়েছে আরও ২১ জন। বুধবার (০৩ ফেব্রুয়ারী) বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনটিতে জানানো হয়, মঙ্গলবার বিভাগের রাজশাহীতে সাতজন, নওগাঁয় একজন, নাটোরে একজন, বগুড়ায় চারজন, জয়পুরহাটে একজন এবং সিরাজগঞ্জে সাতজন নতুন রোগী শনাক্ত হয়েছেন।
গত ২৪ ঘন্টায় বিভাগে নয়জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে আটজনেরই বাড়ি বগুড়া। অন্যজনের বাড়ি রাজশাহী। মঙ্গলবার বিভাগে করোনাভাইরাসে নতুন করে কারও মৃত্যু হয়নি।
ভাইরাসটিতে এখন পর্যন্ত বিভাগের আট জেলায় ৩৯২ জনের মৃত্যু হয়েছে। বিভাগে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৩০১ জন।
সর্বশেষ তথ্য মতে, এদের মধ্যে ২৩ হাজার ৬২৮ জন সুস্থ হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৯৫৭ জন কোভিড-১৯ রোগী।