3277

04/06/2025 সেই ধর্ষণে অভিযুক্ত স্টেশন মাস্টার গ্রেফতার

সেই ধর্ষণে অভিযুক্ত স্টেশন মাস্টার গ্রেফতার

রাজটাইমস ডেস্ক

৪ ফেব্রুয়ারি ২০২১ ২২:১৬

ধর্ষণ অভিযোগ এনে এক গৃহবধূর দায়ের করা মামলায় গ্রেফতার করা হল রাজশাহী রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার মঈন উদ্দিন ওরফে আজাদকে (৪২)। বুধবার (০৪ ফেব্রুয়ারি) রাতে নগরের বোয়ালিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত মঈন উদ্দিন রাজশাহী রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার। তাঁর বাড়ি নগরের শিরোইল এলাকায়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ। তিনি বলেন, আসামিকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, ধর্ষণের বিষয়টি আসামি অস্বীকার করলেও ঘটনার সঙ্গে তাঁর সম্পৃক্ততা পাওয়া গেছে। এরপরই তাঁকে গ্রেপ্তার করা হয়।

ওই গৃহবধূর (২৫) গত ১৮ জানুয়ারি (২৫) বাদী হয়ে রাজশাহী মহানগরের বোয়ালিয়া মডেল থানায় করা মামলার এজাহার সূত্রে জানা যায়, ট্রেনে যাতায়াতের পথেই সহকারী স্টেশনমাস্টার মঈন উদ্দিনের সঙ্গে তাঁর পরিচয় হয়। এরপর তাঁদের মধ্যে ফেসবুক মেসেঞ্জারে কথা হতো। মঈন উদ্দিন ওই নারীকে রেলওয়েতে চাকরি দেওয়ার কথা বলে আট লাখ টাকা চান। আগাম দুই লাখ টাকাও নিয়েছিলেন তিনি। রেলওয়েতে একটি চাকরির নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতিমূলক বই দেওয়ার কথা বলে ১৭ জানুয়ারি ওই গৃহবধূকে নিজের বাসায় ডাকেন। ওই নারী বাসায় গিয়ে দেখেন কেউ নেই। পরে ফাঁকা বাসায় মঈন উদ্দিন তাঁকে ধর্ষণ করেন। ধর্ষণের পর ঘটনাটি কাউকে না বলার জন্য মঈন উদ্দিন ওই নারীকে হুমকিও দেন।

তবে গ্রেফতারের বিষয়টি অফিসিয়ালি শোনেন নি বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মিহির কান্তি গুহ। তিনি বলেন, গ্রেপ্তার হলে নিয়ম অনুযায়ী প্রথমেই তাঁকে প্রত্যাহার করা হবে।

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]