3286

03/14/2025 যশোর কেন্দ্রীয় কারাগারে আগুন

যশোর কেন্দ্রীয় কারাগারে আগুন

রাজটাইমস ডেস্ক

৫ ফেব্রুয়ারি ২০২১ ০৩:৩২

যশোর কেন্দ্রীয় কারাগারের কারাক্ষীদের ব্যারাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যারাকের ৭টি টিনের ঘরের মালামাল পুড়ে গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছে।

যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান বলেন, অগ্নিকাণ্ডের কারণ এখনো উদঘাটন হয়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ব্যারাকের সাতটি টিনের ঘরের মালামাল পুড়ে গেছে। তবে মানুষের কোনো ক্ষতি হয়নি।

তিনি আরও বলেন, বন্দিরা নিরাপদে আছে। কারাগারের বাইরে ব্যারাকে আগুন লেগেছে। সেটিও নিয়ন্ত্রণে আছে। সবাই নিরাপদেই আছেন।

জানা যায়, যশোর কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক পেরিয়ে বাম পাশে অবস্থিত কারারক্ষীদের ব্যারাক। সেখানকার টিনশেডের ৭টি ঘরে আগুন লাগে। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কেন্দ্রীয় কারাগারের জেলার তুহিনকান্তি খান জানান, আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেয়া। কিছু সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

সূত্র: যুগান্তর

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]