3297

03/15/2025 কারাগারে সিসিটিভি ফুটেজ ফাঁসের ঘটনা তদন্তে কমিটি

কারাগারে সিসিটিভি ফুটেজ ফাঁসের ঘটনা তদন্তে কমিটি

রাজটাইমস ডেস্ক

৬ ফেব্রুয়ারি ২০২১ ০২:১৮

কাশিমপুর কারাগারে বন্দির সঙ্গে এক নারীর দেখা করার সিসিটিভি ফুটেজ কীভাবে ফাঁস হলো, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে কারা অধিদফতর। গত ৩১ জানুয়ারি এই কমিটি গঠন করা হয়। সাত কর্ম দিবসের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্ত কমিটির প্রধান করা হয়েছে কারা অধিদফতরের যশোর বিভাগের ডিআইজি প্রিজনস মো. ছগির মিয়াকে। কমিটির অন্য সদস্যরা হলেন— কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (চলতি দায়িত্ব) মো. গিয়াস উদ্দিন ও ফরিদপুর জেলা কারাগারের জেল সুপার আল মাসুম।


শুক্রবার (৫ ফেব্রুয়ারি) তদন্ত কমিটির প্রধান মো. ছগির মিয়া বলেন, ‘কারাগারের অভ্যন্তরীণ বিষয় কীভাবে বাইরে প্রকাশ পেলো, সেটা খতিয়ে দেখতে কারা অধিদফতর এই তদন্ত কমিটি গঠন করেছে। আগামী রবিবার (৭ ফেব্রুয়ারি) কাশিমপুর কারাগারে গিয়ে এ বিষয়ে কাজ শুরু করবো। আশা করি, যথাসময়ে প্রতিবেদন জমা দিতে পারবো। তখন আমরা এ বিষয়ে প্রতিবেদনে মতামত ও সুপারিশ দিতে পারবো।’


উল্লেখ্য, করোনা মহামারির মধ্যে কারাবন্দিদের সঙ্গে বাইরের কারও দেখা করার সুযোগ না থাকলেও গত ৬ জানুয়ারি দুপুরে কারা কর্মকর্তাদের সহযোগিতায় আলোচিত হল মার্ক কোম্পানির জিএম তুষারের সঙ্গে এক নারী সাক্ষাৎ করেন। ওই ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশিত হলে বিষয়টি সবার নজরে আসে।

 

সূত্র: বাংলা ট্রিবিউন

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]