3315

09/08/2025 বিভাগে ২৪ ঘণ্টায় ২৪ রোগী শনাক্ত

বিভাগে ২৪ ঘণ্টায় ২৪ রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

৭ ফেব্রুয়ারি ২০২১ ০৩:৩৬

রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় ২৪ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। শুক্রবার নমুনা পরীক্ষায় তারা শনাক্ত হন। শনিবার বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার এই বিভাগের রাজশাহী জেলায় একজন, নওগাঁয় একজন, বগুড়ায় ১১ জন, পাবনায় তিনজন এবং সিরাজগঞ্জে আটজন নতুন রোগী শনাক্ত হয়েছেন।

এদিন বিভাগে ১৭ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে ১১ জনেরই বাড়ি বগুড়া। অন্য ছয় জনের বাড়ি রাজশাহী। শুক্রবার বিভাগে করোনাভাইরাসে নতুন করে কারও মৃত্যু হয়নি। রাজশাহী বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৩৯২ জনের মৃত্যু হয়েছে। বিভাগে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৩৬২ জন।

এদের মধ্যে ২৩ হাজার ৭০২ জন সুস্থ হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৯৬৪ জন কোভিড-১৯ রোগী।

 

এসকে

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]