3348

03/14/2025 মরক্কোয় কারখানায় বন্যার পানি ঢুকে নিহত ২৪

মরক্কোয় কারখানায় বন্যার পানি ঢুকে নিহত ২৪

রাজটাইমস ডেস্ক

৯ ফেব্রুয়ারি ২০২১ ০৩:৩৬

ভারী বর্ষণের কারণে সৃষ্ট বন্যায় মরক্কোর টানজিয়া শহরের একটি অবৈধ ভূগর্ভস্থ টেক্সটাইল কারখানায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। সোমবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে ২৪ জনের মরদেহ উদ্ধার করেছেন। এছাড়া ১০ জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কারখানাটিতে বন্যার পানি ঢুকে পড়ায় কতজন আটকা পড়েছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে কর্তৃপক্ষ বলছে, উদ্ধার অভিযান চলছে। এ ঘটনার পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানতে তদন্ত শুরু হয়েছে।

মরক্কোর অনানুষ্ঠানিক শ্রম খাতটি অকৃষি অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রায় এক পঞ্চমাংশ প্রতিনিধিত্ব করে। তবে প্রায়ই অনিরাপদ পরিবেশে কাজ করেন এই খাতের শ্রমিকরা।

দীর্ঘদিন খরা থাকার পর সম্প্রতি কয়েক সপ্তাহ ধরে মরক্কোতে ভারী বর্ষণ চলছে। গেল মাসের (জানুয়ারি) শুরুতে বৈরী আবহাওয়ার কারণে দেশটির অর্থনৈতিক রাজধানী ক্যাসাব্লাঙ্কায় বেশ কয়েকটি জরাজীর্ণ ভবন ধসে পড়েছিল। এতে ৪ জন নিহত হয়েছিলেন বলে স্থানীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়।

দুর্বল পয়ঃনিষ্কাশন ব্যবস্থার কারণে দেশটির শহরগুলো প্রায়ই বন্যার কবলে পড়ে। এর আগে ২০১৪ সালের বন্যায় দক্ষিণ মরক্কোতে ৫০ জন প্রাণ হারান।

 

সূত্র: জাগোনিউজ

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]