3390

03/15/2025 বিএনপির চট্টগ্রাম অভিমুখী রোডমার্চ স্থগিত

বিএনপির চট্টগ্রাম অভিমুখী রোডমার্চ স্থগিত

রাজটাইমস ডেস্ক

১২ ফেব্রুয়ারি ২০২১ ২১:৫১

স্থগিত করা হয়েছে বিএনপির চট্টগ্রাম অভিমুখী রোডমার্চ। দেশের সিটি করপোরেশনগুলোতে অনিয়মের প্রতিবাদে বিএনপির পূর্বঘোষিত মহানগর পর্যায়ের এই কর্মসূচী স্থগিত ঘোষণা করে দলটি।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপির মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করে ইশরাকের প্রেস সচিব সুজন মাহমুদ জানান, আগামীকাল শনিবার অনুষ্ঠিতব্য চট্টগ্রাম মহানগরের বিভাগীয় মহাসমাবেশ এবং চট্টগ্রাম অভিমুখের রোডমার্চ পেছানো হয়েছে। আগামী ২০ থেকে ২৩ ফেব্রুয়ারির মধ্য পরবর্তী নতুন তারিখ নির্ধারণ করা হবে।

 

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]