3391

03/14/2025 আমাজনে ভয়াবহ করোনার সন্ধান

আমাজনে ভয়াবহ করোনার সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক

১২ ফেব্রুয়ারি ২০২১ ২২:২৪

ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলের আমাজনে পাওয়া করোনাভাইরাসের ধরণটি অত্যন্ত ভয়াবহ। সাধারণ করোনাভাইরাসের চেয়ে এটি তিনগুণ সংক্রামক, প্রাথমিক বিশ্লেষণে তথ্যতে এমনটাই উঠে এসেছে।

তথ্যটি প্রকাশ্যে এনেছেন গত (১১ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী এডুয়ের্ডো পাজুয়েল্লা। তবে নিজের দাবির পক্ষে কোনো প্রমাণ হাজির করতে পারেননি তিনি।

ভাইরাসটির দ্বিতীয় পর্যায়ের আক্রমনে সঙ্গে জঙ্গলের শহর ম্যানুসে করোনার নতুন ধরন ছড়িয়ে পড়ছে।

এতে চাপের মধ্যে থাকা এডুয়ের্ডো পার্লামেন্টকে আশ্বস্ত করতে চাচ্ছেন যে, সাম্প্রতিক কয়েক মাসে সংক্রমণ বৃদ্ধি অপ্রত্যাশিত হলেও তা নিয়ন্ত্রণে রয়েছে।

সিনেটের শুনানিতে তিনি বলেন, আগামী জুন নাগাদ জনসংখ্যার মধ্যে যারা সক্ষম, তাদের অর্ধেককে টিকা দেওয়া হবে। আর বছর শেষ হওয়ার আগে বাকিদেরও প্রতিষেধক দেওয়ার ব্যবস্থা করা হবে।

কিন্তু অর্ধেক জনসংখ্যার জন্য করোনার টিকা পাওয়ার নিশ্চয়তা না থাকলেও তিনি এই উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনার কথা জানিয়েছেন।

দেশটিতে ইতোমধ্যে চলছে টিকা প্রদান কর্মসূচী। সপ্তাহ তিনেক আগে চীনের সিনোভ্যাক বায়োটেক ও ব্রিটেনের অ্যাস্ট্রাজেনেকার টিকাদান কার্যক্রম শুরু করেছে দক্ষিণ আমেরিকার দেশটি। কিন্তু ম্যানুসে পাওয়া নতুন ধরনের প্রতিরোধে টিকা কতটা কার্যকর; তা ব্যাখ্যা করতে পারেননি এডুয়ের্ডো পাজুয়েল্লো।

স্বাস্থ্য মন্ত্রী বলেন, ঈশ্বরকে ধন্যবাদ। বিশ্লেষণ থেকে আমরা পরিষ্কার বার্তা পেয়েছি, করোনার ম্যানুসের ধরনের বিরুদ্ধেও টিকা কার্যকর।

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]