34

03/14/2025 রামেক ল্যাবে আজ দুইজনের করোনা সনাক্ত

রামেক ল্যাবে আজ দুইজনের করোনা সনাক্ত

রাজশাহী টাইমস

৫ জুন ২০২০ ০৪:৪৩

নিজস্ব প্রতিবেদক : আজ বৃহস্পতিবার (০৪ জুন) রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ল্যাবে দুইজন করোনা রোগী সনাক্ত হয়েছে। এদের একজন পাবনা জেলার এবং অন্যজন নাটোরের বাসিন্দা। ভাইরোলজি বিভাগের প্রধান ডা. সাবেরা গুলনাহার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ল্যাবে দুই শিফটে ১৮৮টি নমুনার পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৮০টি নমুনার রিপোর্ট তৈরি হয়েছে। এই ১৮০টি নমুনার মধ্যে দুটি ছাড়া বাকি সবগুলোর রিপোর্ট নেগেটিভ। এ দিন এই ল্যাবে আর কারও করোনা শনাক্ত হয়নি। দুইজনের করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নাটোর ও পাবনার সিভিল সার্জনকে জানানো হয়েছে।

নতুন একজন শনাক্ত হওয়ায় পাবনায় মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৫২। এখানে এখন পর্যন্ত  কেউ মারা যাননি। তবে একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আর সুস্থ হয়ে উঠেছেন আটজন। এদিকে নাটোরে আক্রান্তের সংখ্যা বেড়ে ৬১ জনে দাঁড়ালো। এ জেলায় একজন মারা গেছেন। সুস্থ হয়েছেন ১১ জন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবেও নমুনা পরীক্ষা করা হচ্ছে। তবে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত এ দিনের রিপোর্ট পাওয়া যায়নি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]