04/19/2025 নগরীতে ১১ জুয়াড়ি আটক
রাজটাইমস ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২১ ২১:১৪
রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে ১১ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশের অভিযানে নগরীর চন্দ্রিমা থানার সপুরা শালবাগান এলাকায় মোস্তাক নামে এক ব্যক্তির টিনসেড ঘরের ভেতর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন- রাকিবুল ইসলাম কমল (৩৫), সুমন সরকার (৩৮), মো. বাবু (৩৮), কামরুল হাসান রনি (৩৫), শাহ আলাম পাপ্পু (৩২), আমিনুল ইসলাম আমিন (৩৯), মো. গিয়াস (৪০), আনোয়ার হোসেন (৪৫), মো. রিংকু ওরফে বয়া (৩৮), আবদুর রাজ্জাক (৩৩) এবং মো. বসির (৩২)। নগরীর বিভিন্ন এলাকায় তাদের বাড়ি।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে আরএমপির মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, এদের কাছ থেকে জুয়া খেলার ৮৯ সেট তাস জব্দ করা হয়েছে। এছাড়া জব্দ করা হয়েছে নগদ ৮ হাজার ১৮০ টাকা। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।