3424

03/15/2025 রাত পোহালেই রাজশাহীর আট পৌরসভায় ভোট

রাত পোহালেই রাজশাহীর আট পৌরসভায় ভোট

নিজস্ব প্রতিবেদক

১৪ ফেব্রুয়ারি ২০২১ ০২:২২

চতুর্থ ধাপের ৫৫টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল রোববার (১৪ ফেব্রুয়ারি)। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট চলবে। এসব পৌরসভায় ভোটগ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

এরমধ্যে রাজশাহী বিভাগের আটটি পৌরসভায় আগামীকাল (১৪ ফেব্রুয়ারি) ভোট হবে।এগুলো হলো- রাজশাহীর তানোর পৌরসভা, বাগমারার তাহেরপুর পৌরসভা, গোদাগাড়ী পৌরসভা, পবার নওহাটা পৌরসভা, জয়পুরহাটের কালাই পৌরসভা ও আক্কেলপুর পৌরসভা, নাটোরের বড়াইগ্রাম পৌরসভা ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভায় আগামীকাল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রথম ধাপের তফসিলে ২৪ পৌরসভায় ইভিএমে ভোট হয় ২৮ ডিসেম্বর। ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপের ভোট হয়। তৃতীয় ধাপে ৬৩ পৌরসভায় ভোট হয় ৩০ জানুয়ারি। পঞ্চম ধাপের ভোট হবে ২৮ ফেব্রুয়ারি।

 

এসকে

 

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]