3427

05/16/2024 জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প

জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প

রাজটাইমস ডেস্ক

১৪ ফেব্রুয়ারি ২০২১ ০৪:০২

জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার রাতে এই শক্তিশালী ভূমিকম্প পূর্ব জাপানের বিস্তীর্ণ অঞ্চলকে কাঁপিয়ে দিয়েছে। এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ফুকুশিমার উপকূলে। জাপানি আবহাওয়া সার্ভিস জানিয়েছে, প্রাথমিকভাবে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ১। তবে সুনামির কোনো আশঙ্কা নেই।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) ১১টা ৮ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। ৩০ সেকেন্ড স্থায়ী ছিল এই ভূমিকম্প। ভূমিকম্পের ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো গুরুতর ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে কর্তৃপক্ষ ভূমিম্প কবলিত এলাগুলোর বাসিন্দাদেরকে আফটার শকের বিষয়ে সাবধান করে দিয়েছে। এই তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

 

সূত্র: কালের কণ্ঠ

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]