3428

04/19/2025 একজন দাদু হাতেম আলী।

একজন দাদু হাতেম আলী।

মাসুদ রানা

১৪ ফেব্রুয়ারি ২০২১ ০৬:০৫

হাতেম আলী। যিনি দাদু হাতেম আলী নামেই পরিচিত। তবে বর্তমানে আরেকটি পরিচয় তিনি সেদ্ধ ডিম বিক্রেতা। যিনি একসময়ের কৃতি ফুটবল খেলোয়াড়। 

রাজশাহী নগরীর বরেন্দ্র যাদুঘর মোড়ে গেল দেখা মিলবে এই হাতেম আলীর। তিনি বিগত ১০ বছর ধরে এখানেই ডিম বিক্রি করছেন। হাতেম আলীর দাবী তিনি একজন মুক্তিযোদ্ধা। মুক্তি সংগ্রামের যুদ্ধে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে ১৯৭১ সালে ঝাঁপিয়ে পড়েছিলেন পাক হানাদারদের বিরুদ্ধে। রাজশাহী সংলগ্ন ভারতের শেখপাড়া-কাহারপাড়া ক্যাম্পের অধীনে প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। সেই সময় অন্যরা মুক্তিযোদ্ধা কার্ড নিলেও তিনি নেননি। তিনি আরও জানান, দেশ স্বাধীন হওয়ার আগে জাতীয় টিমে ঢাকা মোহামেডান, ঢাকা ওয়ান্ডার্স, ভিক্টোরিয়াসহ বিভিন্ন ক্লাবে ফুটবল খেলেছেন।

কিন্তু আজ দৃষ্টের পরিহাস  শেষ বয়সে বেঁচে থাকার লড়াইয়ে বেছে নিয়েছেন সেদ্ধ ডিম বিক্রি করে। (১ম পর্ব)

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]