3429

11/04/2025 ফের বাড়ল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি

ফের বাড়ল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি

রাজটাইমস ডেস্ক

১৪ ফেব্রুয়ারি ২০২১ ২০:৪০

ফের বৃদ্ধি করা হয়েছে দেশের শিক্ষা প্রতিষ্ঠান সমূহের চলমান ছুটি। এই দফায় ছুটি বাড়িয়ে করা হয়েছে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

রবিবার (১৪ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়েরের পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রণালয় প্রেরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ছিল। তবে করোনা পরিস্থিতি বিবেচনা করে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি বাড়ানো হলো।

প্রসঙ্গত, মহামারী প্রকোপে, গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক ধাপে বাড়ানোর পর আজ ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি ছিল, সেই ছুটি এবার ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়লো।

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]