03/13/2025 রাবিতে অনলাইনে বসন্তকে বরণ
রাজটাইমস ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২১ ২২:৪০
প্রতি বছরের মত বড় পরিসরের আয়োজন না হলেও অনলাইন প্ল্যাটফর্মে এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে বসন্ত বরণ উৎসব।
প্রতি বছর বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা অনুষদ বরাবরই উৎসাহ-উদ্দীপনা এবং বৈচিত্রময় অনুষ্ঠানসূচী দিয়ে বসন্তকে স্বাগত জানাতে 'বসন্তবরণ এবং পিঠা উৎসব'র আয়োজন করে থাকে। তবে এবার করোনা প্রাদুর্ভাবে ক্যাম্পাস বন্ধ থাকায় পূর্বের মতো চারু প্রাঙ্গণে হচ্ছে না বসন্তবরণ উৎসব।
অনলাইনে আয়োজিত অনুষ্ঠানে 'বসন্ত আসবেই' শ্লোগান সামনে নিয়ে 'হাওয়াই বসন্ত-১৪২৭' উদযাপন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীরা।
বসন্ত বরণ উদযাপন উপলক্ষে রোববার বেলা সাড়ে ১২ টায় 'রেডিও চারু নামের একটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দিনব্যাপী এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয়েছে। যেখানে চারুকলার শিক্ষার্থীদের পাঠানো নাচ, গান, কবিতা, ফ্যাশন শো এবং নাটিকা প্রদর্শিত হয়েছে। মাঝে মাঝে শিক্ষকদের দেয়া বাণী অনুষ্ঠানে যোগ করেছে ভিন্ন মাত্রা।
পাশাপাশি বসন্ত বরণে সকাল ১০ টা থেকে চারুকলার শিক্ষার্থীদের বিভিন্ন শিল্পকর্মের ছবি নিয়ে একটি ‘অনলাইন শিল্পকর্ম প্রদর্শনী’র আয়োজন করেছেন তারা। এর আগে প্রথম বারের মতো অনলাইনে পহেলা বৈশাখের আয়োজনও করেছিলেন শিক্ষার্থীরা।