3433

03/13/2025 রুয়েটে গবেষণা প্রকল্পের অগ্রগতির প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রুয়েটে গবেষণা প্রকল্পের অগ্রগতির প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রাজটাইমস ডেস্ক

১৪ ফেব্রুয়ারি ২০২১ ২২:৫৭

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) গবেষণা প্রকল্পের অগ্রগতির প্রতিবেদন উপস্থাপন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার ( ১৪ ফেব্রুয়ারি) সকাল ৯:৩০ টায় রুয়েটের ভার্চুয়াল কনফারেন্স রুমে গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের উপ-পরিচালক প্রকৌশলী মুফতি মাহমুদ রনির সঞ্চালনায় ও দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সেখ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের অধীনে পরিচালিত গবেষণা প্রকল্প সমূহের সর্বশেষ অগ্রগতি বিষয়ক মূল্যায়ন করা হয়। সেমিনারে দুর্বার কান্ডারী ইমার্জেন্সি মেডিকেল ভেন্টিলেটর, প্রতিবন্ধীদের জন্য স্মার্ট হুইল চেয়ার প্রকল্প সহ বিভিন্ন যুগোপযোগী ও পরিবেশবান্ধব প্রকল্প প্রদর্শনী হয়।

এছাড়াও সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ সেলিম হোসেন, ইসিই অনুষদ ডীন প্রফেসর ড. মোঃ জহুরুল ইসলাম সরকার, পুর কৌশল অনুষদের ডীন প্রফেসর ড. এন এইচ এম কামরুজ্জামান সরকার, যন্ত্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ মোশাররফ হোসেন, মানবিক ও ফলিত বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ বেল্লাল হোসেন। অন্যান্যদের উপস্থিত ছিলেন পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক প্রফেসর ড. মিয়া মোঃ জগলুল সাদত, কেন্দ্রীয় কম্পিউটার সেন্টারের প্রশাসক ড. মোঃ আলী হোসেন, ছাত্রকল্যাণ উপপরিচালক আবু সাঈদ সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও গবেষকবৃন্দ।

 

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]