3437

03/14/2025 ইয়েমেনে অনাহারে লাখো শিশুর মৃত্যুর আশঙ্কা

ইয়েমেনে অনাহারে লাখো শিশুর মৃত্যুর আশঙ্কা

রাজটাইমস ডেস্ক

১৫ ফেব্রুয়ারি ২০২১ ০১:৩৭

মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনে পাঁচ বছরের নিচে দুই মিলিয়নের বেশি শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে। যার মধ্যে চলতি বছর অনাহরে ৪ লাখ শিশুর মৃত্যু হতে পারে। শুক্রবার জাতিসঙ্ঘের চারটি সংস্থার যৌথ বিবৃতিতে এই এই আশঙ্কার কথা জানানো হয়। জিও নিউজের বরাতে এ খবর প্রকাশ করেছে নয়া দিগন্ত।

জাতিসঙ্ঘ বলছে, ইয়েমেনে গৃহযুদ্ধ ও করোনাভাইরাসের কারণে ভয়ঙ্কর খাদ্যাভাব দেখা দিয়েছে। অবস্থার পরিবর্তন না হলে মৃত্যুর হার আরো বেড়ে যেতে পারে।

বিবৃতিতে বলা হয়, এই সঙ্কটপূর্ণ মুহুর্তে বিভিন্ন সংস্থা থেকে দেশটিতে যেই সাহায্যসামগ্রী আসছে, তা খাদ্যের সঙ্কট নিরসনে যথেষ্ট নয়। সঙ্কট নিরসনে প্রয়োজন ৩.৪ মিলিয়ন ডলার। যেখানে এসেছে মাত্র ১.৯ মিলিয়ন মার্কিন ডলার।

উল্লেখ্য, এর আগে জাতিসঙ্ঘ ইয়েমেনকে সবচেয়ে দুর্যোগপূর্ণ দেশ আখ্যা দিয়েছে। যুদ্ধের কারণে দেশটির প্রায় ৮০ ভাগ অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয় ২০১৪ সালে।

 

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]