03/15/2025 গোদাগাড়ী পৌরসভায় আ.লীগের বিদ্রোহী প্রার্থীর জয়
নিজস্ব প্রতিবেদক
১৫ ফেব্রুয়ারি ২০২১ ০৩:২৪
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোদাগাড়ী পৌরসভা নির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. মনিরুল ইসলাম বাবু। ৮ হাজার ৮০৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন তিনি। তার প্রতীক ছিল নারিকেল গাছ।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী গোলাম কিবরিয়া রুলু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৭৯২ ভোট।
অপরদিকে, আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আলহাজ অয়েজ উদ্দীন বিশ্বাস পেয়েছেন ৪ হাজার ১৪টি ভোট। স্বতন্ত্র প্রার্থী ড. ওবাইদুল্লাহ জগ প্রতীকে ৩ হাজার ৭৭৪ ভোট পেয়েছেন।
গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. জানে আলম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নির্বাচন পরিস্থিতি সুষ্ঠু, সুন্দর ও স্বাভাবিক ছিল। কেন্দ্রগুলোতে প্রায় ৯০ ভাগ ভোটার উপস্থিতি ছিল।
এসকে