3453

03/14/2025 সেনাবিরোধী বিক্ষোভ দমাতে গুলি, সড়কে মোতায়েন ট্যাঙ্ক

সেনাবিরোধী বিক্ষোভ দমাতে গুলি, সড়কে মোতায়েন ট্যাঙ্ক

রাজটাইমস ডেক্স

১৫ ফেব্রুয়ারি ২০২১ ১৬:৩৮

মিয়ানমারে চলমান সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ দমনে গুলি করছে নিরাপত্তা বাহিনী। এছাড়া বিক্ষোভ নিয়ন্ত্রণে দেশটির প্রধান শহর ইয়াঙ্গুনসহ বিভিন্ন শহরে ট্যাঙ্ক ও সাঁজোয়া যান মোতায়েন করেছে সামরিক জান্তা।
রোববার সেনাবিরোধী চলমান বিক্ষোভের নবম দিনে দেশটির উত্তরের কাচিন প্রদেশে একটি বিদ্যুৎ কেন্দ্রে সৈন্য মোতায়েন করা হয়। বিদ্যুৎ বিচ্ছিন্নের আশঙ্কা থেকে বিক্ষোভকারীরা ওই বিদ্যুৎ কেন্দ্রে জড়ো হয়ে প্রতিবাদ জানালে নিরাপত্তা বাহিনী গুলি ছোঁড়ে।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীদের লক্ষ্য করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা গুলি করছে। তবে তাজা গুলি না রাবার বুলেট ছোঁড়া হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে রোববার বিকেল থেকে মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুনসহ দেশটির বিভিন্ন শহরে ট্যাঙ্ক ও সাঁজোয়া যান মোতায়েন করা হয়েছে। গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর প্রথমবারের মতো বিভিন্ন শহরে সামরিক বাহিনীর সাঁজোয়া যান মোতায়েন করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]