04/19/2025 নগরীতে পাঁচ জুয়াড়ি আটক
রাজটাইমস ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২১ ২১:৫৪
নগরীতে অভিযান চালিয়ে পাঁচ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৪ই ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে নগরীর পঞ্চবটি পানির পাম্প সংলগ্ন শহররক্ষা বাঁধ সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল এ অভিযান চালায়।
অভিযানে গ্রেপ্তারকৃতরা পাঁচজন হলেন- নগরীর রাণীনগর হাদির মোড় এলাকার মো. লুকু (৩৯) ও ওমর আলী (৩৫), শেখেরচক এলাকার মো. সোহাগ (২৩) শেখেরচক বিহারী বাগান এলাকার শাহীন হোসেন ওরফে রিপন (৩৮) এবং হাদীর মোড় নদীরধার এলাকার বাসিন্দা মো. লিটন (৪৫)।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আরএমপির মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস। তিনি জানান, গ্রেপ্তার জুয়াড়িদের কাছ থেকে পাঁচ প্যাকেট তাস এবং নগদ ৫ হাজার ৪৯০ টাকা জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেয়া হয়েছে।