3464

04/20/2025 রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের ব্লেজার বিতরণ

রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের ব্লেজার বিতরণ

নিজস্ব প্রতিবেদক

১৬ ফেব্রুয়ারি ২০২১ ০০:৩৮

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের কার্য্যনির্বাহী কমিটির সদস্যদের মাঝে ব্লেজার বিতরণ করে হয়েছে।
গতকাল সোমবার সকালে রাজশাহী জেলা পরিষদ কার্যালয়ে রাজশাহী জেলা পরিষদ ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকারের নিজেস্ব তহবিল থেকে নর্বনির্বাচিত সদস্যদের মাঝে ব্লেজার বিতরণ করা হয়। ব্লেজার বিতরণ অনুষ্ঠানে প্রথমে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিট সেক্রেটারী মো: শফিকুজ্জামান শফিক জেলা ইউনিট চেয়ারম্যানকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির লোগো সংযুক্ত ব্লেজার পরিয়ে দেন। এর পর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিট চেয়ারম্যান একে একে উপস্থিত সকল সদস্যদের গায়ে ব্লেজার পরিয়ে দেন।
ব্লেজার প্রদান শেষে রাজশাহী জেলা পরিষদ ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান উপস্থিত সদস্যদের সুস্বাস্থ্য কামনা ও সকল সদস্য ছাড়াও সাধারণ মানুষকে করোনা সুরক্ষা টিকা গ্রহন করার আহব্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানেন।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]