03/14/2025 সু চির বিরুদ্ধে আবারও মামলা
রাজটাইমস ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২১ ০২:২২
মিয়ানমারে ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির বিরুদ্ধে আবারও মামলা করেছে দেশটির সামরিক সরকার। এর আগে দায়ের করা মামলায় রিমান্ডে রয়েছেন সু চি। মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সেনাবাহিনীর মুখপাত্র বিগ্রেডিয়ার জেনারেল জাও মিন তুন দাবি করেন, ভোট জালিয়াতির কারণে ক্ষমতা হাতে নিয়েছে সামরিক বাহিনী। তবে ভোটে জালিয়াতির কোনো প্রমাণ দেখাতে পারেননি।
তিনি আরও বলেন, মিয়ানমারে আটক নেত্রী অং সান সু চির বিরুদ্ধে আরেকটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে মিয়ানমারে ব্যাপক বিক্ষোভের মুখে সামরিক বাহিনীর পুনরায় প্রতিশ্রুতি দিয়ে বলছে, দেশটিতে নতুন নির্বাচন দেওয়া হবে। বিজয়ী দলের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে। তবে কবে ক্ষমতা হস্তান্তর করা হবে, তারিখ জানানো হয়নি।
অন্যদিকে, মিয়ানমারের সামরিক বাহিনীর প্রতি হুশিয়ারি উচ্চারণ করে জাতিসংঘ বলেছে, সেনা অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে দমন অভিযান চালানো হলে ‘চড়া মূল্য’ গুনতে হতে পারে মিয়ানমারকে। মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিন শ্রেনার বার্গনার এমন হুশিয়ারি দিয়েছেন।
ক্রিস্টিন শ্রেনার বার্গনার বলেন, ‘শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে অবশ্যই শ্রদ্ধার সঙ্গে বিবেচনা করতে হবে।’