349

05/17/2024 তথ্য কারচুপির অভিযোগ ইরানের বিরুদ্ধে

তথ্য কারচুপির অভিযোগ ইরানের বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক

৩ আগস্ট ২০২০ ২১:২২

বিশ্ব মহামারী করোনাভাইরাস প্রাদুর্ভাবে ইরানে মারা গেছে হাজার হাজার মানুষ। তবে এই ভাইরাসে মৃত্যু সংখ্যা সরকারী হিসেবের চেয়ে ও তিনগুন। এমন তথ্য উঠে এসেছে বিবিসির এক প্রতিবেদনে।

ইরানের সরকারী হিসাব মতে, গত ২৫ জুলাই পর্যন্ত কোভিড-১৯ রোগে আক্রান্ত ৪২ হাজার মানুষের মৃত্যু হয়েছে। আর স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে ১৪ হাজার ৪০৫ জন মৃত্যুর দাবি করেছে।

শুধু মৃত্যু নয় আক্রান্ত সংখ্যা ও দ্বিগুন দাবি করা হয়েছে প্রতিবেদনটিতে। তেহরানের হিসাবে, দুই লাখ ৭৮ হাজার ৮২৭ মানুষ মহামারীতে আক্রান্ত হয়েছেন। কিন্তু বিবিসির অনুসন্ধান বলছে, এই সংখ্যা চার লাখ ৫১ হাজার ২৪ জন।

গোপন নথিপত্র থেকে এই প্রতিবেদন তৈরী করেছে বিবিসি, এমনটাই দাবি তাদের।

প্রতিবেদনে দাবি করা হয়, ইরান প্রথম রোগী শনাক্তের কথা প্রকাশ করেছিল তার প্রায় একমাস পর। প্রথম মৃত্যু রেকর্ড করা হয় ২২ জানুয়ারি।

করোনা প্রাদুর্ভাব শুরুর পর হিসাবের গরমিল দেখা গেলে শুরু থেকে সন্দেহের দানা বাঁধে অনেক পর্যবেক্ষকের।

সীমিত আকারে পরীক্ষায় এমন কম-বেশী তথ্যের গরমিল রয়েছে অনেক দেশেই। তবে বিবিসির দাবি ইরান ইচ্ছাকৃতভাবে তাদের মৃত্যুর সংখ্যা ধামাচাপা দিয়েছে।

গোপন ডকুমেন্টগুলোতে ইরানের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া রোগীর নাম, বয়স, জেন্ডার, উপসর্গ, হাসপাতালে থাকার সময় ও রোগীর পরিস্থিতির তথ্য দেয়া আছে।

এসএইচ

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]