3498

03/15/2025 আফ্রিকা-ব্রাজিলের মতো ভারতেও নতুন করোনা !

আফ্রিকা-ব্রাজিলের মতো ভারতেও নতুন করোনা !

রাজ টাইমস ডেস্ক

১৭ ফেব্রুয়ারি ২০২১ ২০:৪০

ভারতে প্রথমবারের মতো মিলল আফ্রিকা ও ব্রাজিলের করোনার ধরন ভারতে প্রথমবারের মতো করোনাভাইরাসের দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলীয় ধরন শনাক্ত হয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের (আইসিএমআর) পক্ষ থেকে মঙ্গলবার এ কথা জানানো হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার।

চারজনের দেহে ভাইরাসের দক্ষিণ আফ্রিকান বৈশিষ্ট্যের করোনার সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। একজনের দেহে মিলেছে ব্রাজিলীয় ধরন।

আইসিএমআর জানায়, দক্ষিণ আফ্রিকা, অ্যাঙ্গোলা ও তানজিনিয়া থেকে আসা যাত্রীদের মধ্যে চারজনের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। ওই চারজনসহ আক্রান্ত সবাইকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

আইসিএমআর মহাপরিচালক বলরাম ভার্গব স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানিয়েছেন, তাদের অধীনস্থ সংস্থা পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে করোনার দক্ষিণ আফ্রিকার ধরনে আক্রান্তের জিনের বৈশিষ্ট্য নিয়ে ইতোমধ্যে বিশ্লেষণ করা হচ্ছে। অন্যদিকে ব্রাজিলীয় প্রজাতির নমুনা নিয়ে কাজ চলছে পুনেতে।

ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা কমে ১০ হাজারেরও নিচে নেমে এলেও নতুন বৈশিষ্ট্যের করোনা এখন আতঙ্ক ছড়াচ্ছে।

তবে করোনার দক্ষিণ আফ্রিকান এবং ব্রাজিলীয় ধরন ধরা পড়ায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে নতুন করে দুশ্চিন্তা দেখা দিয়েছে। ভারতে এখন পর্যন্ত করোনার ব্রিটিশ ধরনে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়ে ১৮৭ জনে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]