3502

04/17/2025 করোনায় বিভাগে আরো একজনের মৃত্যু

করোনায় বিভাগে আরো একজনের মৃত্যু

রাজটাইমস ডেস্ক

১৭ ফেব্রুয়ারি ২০২১ ২১:৪৬

বিশ্ব মহামারী করোনাভাইরাস প্রকোপে বিভাগে প্রাণ হারিয়েছে আরও একজন। বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনটিতে জানানো হয়, বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৩৯৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে এ পর্যন্ত সর্বোচ্চ ২৪৯ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৫৫ জনের মৃত্যু হয়েছে রাজশাহীতে।

পাশপাশি, চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২৬ জন, নাটোরে ১২ জন, জয়পুরহাটে ১০ জন, সিরাজগঞ্জে ১৭ জন এবং পাবনায় ১১ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, গত ২৪ ঘন্টায় বিভাগে নতুন ২৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ দিন সুস্থ হয়েছেন ১০ জন। বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৫০৭ জন। এদের মধ্যে ২৩ হাজার ৮৬৩ জন সুস্থ হয়েছেন। বিভাগজুড়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৯৮১ জন কোভিড-১৯ রোগী।

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]