351

05/17/2024 বিভাগে করোনায় মৃত্যু আরো ২ জনের

বিভাগে করোনায় মৃত্যু আরো ২ জনের

রাজটাইমস ডেস্ক

৩ আগস্ট ২০২০ ২২:২৮

বিশ্ব মহামারী প্রাণঘাতী করোনাভাইরাস প্রাদুর্ভাবে রাজশাহী বিভাগে মৃত্যুবরণ করেছে আরো দুইজন রোগী।

রোববার (০২ আগস্ট) মারা যাওয়া দুইজনের একজন চাঁপাইনবাবগঞ্জের এবং বাকিজন বগুড়া জেলার।

সোমবার (০৩ আগস্ট) তথ্যটি নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য

ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য জানান, বিভাগে এখন পর্যন্ত ১৭৮ জনের প্রাণ নিয়েছে করোনাভাইরাস। এর মধ্যে সর্বোচ্চ ১০৭ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ২৫ জন, চাঁপাইনবাবগঞ্জে সাতজন, নওগাঁয় ১৪ জন, নাটোরে একজন, জয়পুরহাটে চারজন, সিরাজগঞ্জে ১১ জন এবং পাবনায় ৯ জন মারা গেছেন।

বিভাগে গত ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছে নতুন ১৫২ জন। এর মধ্যে রাজশাহীতে ৫১ জন, নাটোরে ৫২ জন, জয়পুরহাটে একজন, বগুড়ায় ৩২ জন এবং সিরাজগঞ্জে ১৬ জন শনাক্ত হয়েছেন।

একইদিনে বিভাগে সুস্থ হয়েছেন ১৩০ জন। এর মধ্যে রাজশাহীর ৯৮ জন, নওগাঁর তিনজন, জয়পুরহাটের একজন, বগুড়ার ২০ জন সিরাজগঞ্জের একজন ও পাবনার সাতজন করোনামুক্ত হয়েছেন।

এ পর্যন্ত বিভাগে ১৩ হাজার ২৮৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৭ হাজার ১৪৪ জন। বিভাগের আট জেলায় এখন হাসপাতালে আছেন ১ হাজার ২৪৮ জন করোনা রোগী।

এসএইচ

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]