04/20/2025 মসজিদ মিশনের কুরআনের আয়াত সম্বলিত মনোগ্রাম বাতিলের প্রতিবাদ
রাজটাইমস ডেক্স
২০ ফেব্রুয়ারি ২০২১ ০১:১৪
মসজিদ মিশন একাডেমী (স্কুল এন্ড কলেজ) রাজশাহীর কুরআনের আয়াত সম্বলিত মনোগ্রাম বাতিল করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মসজিদ মিশন রাজশাহী জিলা শাখার সভাপতি অধ্যাপক মু. নুরুল ইসলাম এবং সেক্রেটারী মাওলানা মো: ইয়াহিয়া।
শুক্রবার বাংলাদেশ মসজিদ মিশনের রাজশাহী শাখার সভাপতি ও সেক্রেটারী সাক্ষরিত এক প্রতিবাদ লিপিতে বলেন, মসজিদ মিশন একাডেমী (স্কুল এন্ড কলেজ) রাজশাহী, বাংলাদেশ মসজিদ মিশন, রাজশাহী জিলা শাখা কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত একটি শিক্ষা প্রতিষ্ঠান। ইতোমধ্যে এটি বাংলাদেশের অন্যতম একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে। এ শিক্ষা প্রতিষ্ঠানের ইতিহাস-ঐতিহ্য ও আদর্শকে ভুলন্ঠিত করার লক্ষ্যে একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এরই অংশ হিসেবে অনিয়মতান্ত্রিক এবং অনৈতিক ভাবে একাডেমীর কুরআনের আয়াত সম্বলিত মনোগ্রাম ১৮ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের কার্যালয়ে রাজশাহী সদর আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্যের উপস্থিতিতে পরিবর্তন করা হয়েছে। আবার পবিত্র কুরআনের প্রতি ধৃষ্টতা দেখিয়ে তারা তাদের ব্যানারে লিখিত আয়াত সম্বলিত মূল মনোগ্রামের উপর ক্রস চিহ্নি এঁকে দিয়েছে। যা পবিত্র কুরআন অবমাননার শামিল। বর্তমানে হাইকোর্টের নির্দেশনা অনুসারে মসজিদ মিশন একাডেমী (স্কুল এন্ড কলেজ) রাজশাহীর গভর্নিং বডির কার্যক্রম স্থগিত থাকা সত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতামত ছাড়াই যে প্রক্রিয়াতে মনোগ্রাম পরিবর্তন করা হয়েছে তা নিয়ম বর্হিভূত এবং অনৈতিক। এ ধরনের নিয়ম বর্হিভূত পদক্ষেপ গ্রহন করায় আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং একই সাথে মূল মনোগ্রাম বহাল রাখার জন্য আহ্বান জানাচ্ছি।