354

05/17/2024 করোনায় প্রয়াত হলেন নাট্যনির্মাতা বরকত উল্লাহ

করোনায় প্রয়াত হলেন নাট্যনির্মাতা বরকত উল্লাহ

রাজটাইমস ডেস্ক

৪ আগস্ট ২০২০ ০০:৫৫

চলে গেলেন দেশের নাট্যাঙ্গনের সুপরিচিত ব্যক্তিত্ব নাট্যনির্মাতা ও প্রযোজক মোহাম্মদ বরকত উল্লাহ।

প্রাণঘাতী করোনাভাইরাসের কাছে হেরে গিয়ে সোমবার (৩ আগস্ট) সকাল ৯টা ৩০ মিনিটে রাজধারীর গ্রীনলাইফ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

রাষ্ট্রীয় টিভি চ্যানেল বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) অসংখ্য দর্শকপ্রিয় নাটকের নির্মাতা এই মোহাম্মদ বরকত উল্লাহ।

তার নির্মিত জনপ্রিয় নাটকের মধ্যে রয়েছে- ‘কোথাও কেউ নেই’, ‘সকাল-সন্ধ্যা’, ‘ঢাকায় থাকি’।  

অসুস্থ বরকতউল্লাহর শারীরিক অবস্থা বেশি অবনতি হওয়ায় রোববার (২ আগস্ট) রাতে তাকে গ্রীনলাইফ হাসপাতালে ভর্তি করা হয়।

করোনা ছাড়া ও বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন তিনি।

দেশের গুণী এই নির্মাতার মৃত্যুতে শোকছায়া নোমে এসেছে সাংস্কৃতিক অঙ্গনে।

খবর-বাংলানিউজ
এসএইচ

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]