3540

03/15/2025 টুইটার-হোয়াটসঅ্যাপ-গুগল ম্যাপের বিকল্প অ্যাপ আনছে ভারত

টুইটার-হোয়াটসঅ্যাপ-গুগল ম্যাপের বিকল্প অ্যাপ আনছে ভারত

রাজটাইমস ডেস্ক

২০ ফেব্রুয়ারি ২০২১ ০৩:১৬

গত বছর চীনের তৈরি প্রায় ২০০ অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত। সম্প্রতি নিজস্ব অ্যাপ তৈরির উদ্যোগ নিয়েছে দেশটি। টুইটার-হোয়াটসঅ্যাপ-গুগল ম্যাপের বিকল্প ১০টি অ্যাপ তৈরি করেছে ভারত। গ্যাজেটস নাউ অবলম্বনে বাংলা ট্রিবিউন এ খবর প্রকাশ করেছে।

অ্যাপগুলো হলো-

১. ভারতের ন্যাশন্যাল ইনফরমেটিকস সেন্টার (এনআইসি) ‘সন্দেশ’ নামে একটি অ্যাপ তৈরি করেছে, যা হোয়াটসঅ্যাপের বিকল্প হিসেবে কাজ করবে। আপাতত আইফোনে অ্যাপটি চলবে। শিগগিরই অ্যান্ড্রয়েড ফোনেও অ্যাপটি চলবে। 

২. টুইটারের বিকল্প হিসেবে ‘কু’ নামে একটি অ্যাপ তৈরি করা হয়েছে। টুইটার ব্যবহারকারীরা যেসব ফিচারের সুবিধা নিয়ে থাকে, কু’তে তার প্রায় সবই রয়েছে। ‘টুটার’ নামে এ সংক্রান্ত আরেকটি অ্যাপ তৈরি করেছে ভারত।

৩. সিই ইনফো সিস্টেমের সঙ্গে এক চুক্তির মাধ্যমে দেশটির বিজ্ঞান বিভাগ ‘ভুবন’ নামে একটি অ্যাপ চালু করেছে, যা গুগল ম্যাপের বিকল্প হিসেবে কাজ করবে।

৪. টিকটকের পরিবর্তে নতুন পাঁচটি অ্যাপ তৈরি করা হয়েছে। এগুলো হলো-এমএক্স টাকাটক, মিত্রণ, মোজ, জোস ও চিনগারি।

৫. বেঙ্গালুরুভিত্তিক স্মার্টফোন গেম নির্মাতা প্রতিষ্ঠান এনকোর ‘ফু-জি’ নামে একটি অ্যাপ চালু করেছে, যা পাবজির চাহিদা পূরণ করবে।

৬. ক্লাউড স্টোরেজ প্ল্যাটফর্ম হিসেবে গুগল ড্রাইভের পরিবর্তে ‘ডিগিবক্স’ অ্যাপ চালু করা হয়েছে।

৭. দেশীয় অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠান কেশার্ক ক্যাম স্ক্যানারের বিকল্প হিসেবে ‘কার্বন স্ক্যানার’ অ্যাপ চালু করেছে। জনপ্রিয় অ্যাপ ‘পিডিএফ ক্রিয়েটর’ নিষিদ্ধ হওয়ার পর এ উদ্যোগ নেওয়া হয়।

৮. শেয়ার ইট অ্যাপের পরবর্তে ‘জি শেয়ার’ অ্যাপ চালু করা হয়েছে, যা অনেকাংশে শেয়ার ইটের মতোই কাজ করে।

৯. ফেসবুক ও ইনস্টাগ্রামের পরিবর্তে ‘এলিমেন্টস’ অ্যাপ চালু করা হয়েছে, যার প্রাইভেসি বেশ সুরক্ষিত।

১০. ক্লাবহাউজ অ্যাপের বিকল্প হিসেবে ‘লিহার’ অ্যাপ চালু করা হয়েছে, যাতে অডিও-ভিডিও দুটোই সাপোর্ট করে।

 

 

এসকে

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]