355

05/17/2024 ৩১ আগস্ট পর্যন্ত বন্ধ সব কোচিং সেন্টার

৩১ আগস্ট পর্যন্ত বন্ধ সব কোচিং সেন্টার

রাজটাইমস ডেস্ক

৪ আগস্ট ২০২০ ০১:১১

করোনাভাইরাস মোকাবেলায় সবচেয়ে বড় সতর্কতা হল সামাজিক দূরত্ব। আর এই সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে গত ১৭ ই মার্চ থেকে বন্ধ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার।

তবে এখনো সকল ধরণের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও কিছুটা সচল হয় দেশের কোচিং সেন্টার গুলি।

কিন্তু কোচিং সেন্টারসমূহ আগামী ৩১ আগস্ট পর্যন্ত বন্ধ রাখতে নির্দেশ দেয় সরকার।

সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

আদেশ বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশনা জারি করতে বলা হয়েছে।

আদেশে বলা হয়, ৩১ আগস্ট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান, কোচিং সেন্টার, বন্ধ রাখার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে।

পাশাপাশি, মাঠ প্রশাসনের জেলা প্রশাসককে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

খবর-ক্যাম্পাসলাইভ
এসএইচ

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]