3574

03/18/2025 করোনায় মা হারালেন ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহো

করোনায় মা হারালেন ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহো

নিউজ ডেস্ক

২২ ফেব্রুয়ারি ২০২১ ০৪:১২

মা হারালেন ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহো। ২০২০ সালের শেষে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া এই তারকার মা অবশেষে পরপারে পাড়ি দিলেন।

এমনটি নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমগুলো।
৭১ বছর বয়সে মৃত্যু হলো দোনা মিগুয়েলিনার। এর আগে তিনি গত ডিসেম্বরে কোভিড-১৯ পজিটিভ হয়ে নিজ শহর পোর্তো অ্যালেগ্রের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে গণমাধ্যম থেকে জানা যায়, শেষ সময়টুকু বেশ কষ্টে কেটেছিল তার।

এদিকে গত ১২ মাসই বেশ উথাল-পাতালের মধ্যে কেটেছে বার্সেলোনার সাবেক তারকা রোনালদিনহোর। জাল পাসপোর্ট দিয়ে প্যারাগুয়েতে প্রবেশ করায় করোনাকালীন প্রায় পুরোটা সময়ই তিনি সেই দেশটির জেলে ছিলেন। এবার মায়ের মৃত্যুর খবর শুনলেন ২০০২ সালে সেলেকাওদের হয়ে বিশ্বকাপ জেতা এই তারকা।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]